News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩২, ১৮ জানুয়ারি ২০২০

ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই: মাহবুবুর রহমান

ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই: মাহবুবুর রহমান

ঢাকা: গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সংগ্রামের কোনো বিকল্প নেই বলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংগ্রাম করেই বিশ্বের সব দেশ বড় হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমেই সংগ্রাম শেষ হয়ে যায়নি। যুদ্ধ করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মাহবুবুর রহমান বলেন, ‘দলের সব নেতাকর্মী ও দলের চেয়ারপারসনের নামে সকল মামলা প্রত্যাহারের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।’

আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশে অনেক লোক আসতে চেয়েছিল। কিন্তু তাদের আসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদীর শক্তির ধারক ও বাহক বিএনপি, আমাদের ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘শিশুদের নিরাপত্তা দিতে পারে না। সুশাসন দিতে পারে না। কারণ এই সরকার সমাজ ব্যবস্থা সব কিছু ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের যে কঠিন অবস্থা এটা কোনো স্বাধীন ও সার্বভোম দেশে হতে পারে না।’

ঢাকা জেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম পলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

এছাড়া ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাক সাইফুদ্দিন আহম্মেদ মনি, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানও সভায় বক্তব্য রাখেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুক্রবার সকালে ছাত্রদলের ৫ কর্মী আটক হন। আটকদের মধ্যে কেরানীগঞ্জ দক্ষিণ থানা ছাত্রদল সদস্য হাবিবুর রহমান জসিম ও আবদুস সালামের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয়  জানা যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘আটকদের বিরুদ্ধে স্ব স্ব থানায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’

নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়