News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৯, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩২, ১৮ জানুয়ারি ২০২০

‘সুরাইয়ার ক্ষতচিহ্ন প্রমাণ করে যুবলীগ-ছাত্রলীগ কত বর্বর’

‘সুরাইয়ার ক্ষতচিহ্ন প্রমাণ করে যুবলীগ-ছাত্রলীগ কত বর্বর’

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, “সারাদেশে শিশু ও নারী নির্যাতনের মহোৎসব চলছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেখানে ধর্ষণ-খুন ও টেন্ডারবাজি চলে সেখানে সাধারণ মানুষ যাবে কোথায়? বুলেট কন্যা সুরাইয়ার ক্ষতচিহ্ন প্রমাণ করে যুবলীগ-ছাত্রলীগ কত বর্বর।”


শুক্রবার সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শিশু হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে পার্টির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সিলেটের রাজন, খুলনার রাকিব, বরগুনার রবিউলরা আর্তচিৎকার করে বলছে, ‘আমরা এক জালিম সরকার ক্ষমতায় থাকার কারণেই নৃশংসভাবে হত্যা হয়েছি।”

তিনি আরো বলেন, “যে সরকারের গুণ্ডাবাহিনী জানাযায় অংশগ্রহণ করতে গেলে শুধু বাধা নয়, ধরে ধরে নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয়, প্রেসক্লাবে প্রতিবাদ করতে এসে সচেতন ছাত্রসমাজ গ্রেফতার হয় সেই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা থাকে না।”

গোলাম মোর্ত্তজা বলেন, “ভোটারবিহীন অবৈধ নির্বাচন ও দখলদার সরকারকে জনগণ মানে না। তাই জনগণকে সঙ্গে নিয়ে ভোটারবিহীন সরকারকে উৎখাত করার জন্য সকল পেশাজীবী ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রস্তুত রয়েছে।”

প্রতিবাদ সভায় বক্তব্য দেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহের, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. মুছা, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আলম হোসেন, সহ প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন, এনডিপির মহিলা শাখার সদস্য সচিব দেওয়ান দিলরুবা, ছাত্র শাখার সদস্য সচিব মিরাজ আহমেদ, সদস্য আরিফ খান, রবিউল ইসলাম, মো. তানভীর, মো. জাহিদ প্রমুখ।

সভায় এনডিপির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, সাংবাদিক, আনোয়ার জাহিদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ১৩ আগস্ট আনোয়ার জাহিদের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ওইদিন সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ, বিকাল ৪টায় এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খানি, স্মরণ সভা ও মিলাদ মাহফিল এবং ২০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়