এরশাদের মন্তব্যের জবাবে ইনু
শিশু নির্যাতন নিয়ে রাজনীতির অবকাশ নেই
কুষ্টিয়া: ‘বিচারহীনতার কারণে শিশু নির্যাতন বাড়ছে’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমন মন্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, “মাঝে মাঝে সমাজে এ ধরনের অবক্ষয়ের ঘটনা ঘটে। তবে সরকার দায়িত্ববোধ থেকেই দেনদরবার না করে শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও সাজা দেবে। এ নিয়ে কারো কোনো রাজনীতি করার অবকাশ নেই।”
ইনু বলেন, “নারী নির্যাতনকারী বা উত্ত্যক্তকারীদের মতোই সাম্প্রতিককালের শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধেও সরকার কঠোর অবস্থান নিয়েছে। সরকারের কঠোর নির্দেশ এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা একাডেমি বিদ্যালয়ে ‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ শ্লোগান নিয়ে ‘নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধে সৃজনশীলতা উপস্থাপন’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া যতক্ষণ সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দিয়ে নিরপেক্ষ নির্বাচনের কথা বলবেন, সেটা আসলে বিভ্রান্ত করার ফাঁকা বুলিমাত্র। কার্যত বিশেষ ট্রাইব্যুনালে মানুষ পোড়ানোর মামলা ও যেসব মামলা রায়ের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেসব মামলা থেকে বাচঁতে এবং দৃষ্টি অন্যদিকে সরাতে উনি নির্বাচনের বুলি আওড়াচ্ছেন। তবে এ মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার হল হত্যা, খুন ও বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িতদের বিচার করা।”
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমণি চাকমা, ইউনিসেফের কো-অর্ডিনেটর কাজী রবিউল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








