News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩২, ১৮ জানুয়ারি ২০২০

সরকার গ্রেনেড হামলাসহ সব বিচার সম্পূর্ণ করবে: মোজাম্মেল

সরকার গ্রেনেড হামলাসহ সব বিচার সম্পূর্ণ করবে: মোজাম্মেল

ঢাকা: ‘২১ আগস্ট জাতির জন্য একটি ভয়াবহ শোকাবহ দিন’, মন্তব্য করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার ৪০ বছর আগের যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ করতে যাচ্ছে, এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ অন্যসব বিচারও সম্পূর্ণ করবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ আয়োজিত জাতীয় শোক দিবস শীর্ষক মানবন্ধনে তিনি একথা বলেন। তিনি বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে বিলীন করে দিতে চায় তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে।”

সব প্রকার ভেদাভেদ ভুলে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার আহ্বান করে আইনমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “খুনিরা বসে নেই, তারা নানাভাবে ষড়যন্ত্র করে চলেছে। আমরা আশা করি আপনি এই জঘন্য খুনিদের গ্রেফতার করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।”

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, অরুন সরকার রানা প্রমুখ।  

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়