News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৫, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:৫৭, ১ মার্চ ২০২০

বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় বিচারক সুস্মিতা সেন!

বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় বিচারক সুস্মিতা সেন!

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার পর এবার বাংলাদেশে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। ভারতে এই প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই আয়োজিত হচ্ছে, তবে বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ ও বলিউড তারকা সুস্মিতা সেন। তিনি হবেন অতিথি বিচারক। বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন তিনি। 

শনিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, ‘আমরা খুব চমৎকারভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সব রকম চেষ্টা করব। সুস্মিতা সেন এরই মধ্যে আমাদের নিশ্চিত করেছেন। তিনি বাঙালি, আমাদের অনুষ্ঠানে তিনি আসছেন। তাঁর নিজের চমৎকার ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলবেন। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ হবেন, এ সময় তিনি সুস্মিতা সেনের কাছ থেকে প্রয়োজনীয় কিছু পরামর্শও পেয়ে যাবেন।’

এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। এ ব্যাপারে রিজওয়ান বিন ফারুক বলেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা সুন্দরী, বুদ্ধিমতী, অভিজাত, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ।’

১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। এবার এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়