যুক্তরাজ্যে পুরুষদের জন্য ২৫ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি
যুক্তরাজ্যে পুরুষদের জন্য ২৫ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটির সুযোগ রেখে আইন প্রবর্তন করা হয়েছে। এই আইন সন্তান দত্তক নেওয়া মা-বাবার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সন্তান জন্মেের পর লালনপালন করতে মায়েদের কর্মক্ষেত্রে ছাড় দেওয়ার ঘটনার হার কমাতে ব্রিটেনে রোববার থেকে আইনটির প্রবর্তন করা হয়েছে। 
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, এ আইনের ফলে যুক্তরাজ্যে মা ও বাবা উভয়ে মিলে মোট ৫০ সপ্তাহের ছুটি নিতে পারবেন। সরকারি হিসেবে, প্রতি বছর দুই লাখ ৮৫ হাজার দম্পতি এই সুবিধা পাবেন।
উল্লেখ্য, এর আগে অন্তঃসত্ত্বা থাকাকালে ও মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় কোনো কর্মজীবী নারীকে চাকরিচ্যুত করা অবৈধ ঘোষণা করে দেশটি।
যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটির প্রসঙ্গে বলেন, "শিশুর অভিভাবক হিসেবে নারীকেই ঘরে অবস্থান করতে হবে-সেকেলে এই ধারণাকে আমাদের চ্যালেঞ্জ করা উচিত।"
তিনি আরো বরেন, "আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সন্তান জন্মের পর প্রথম বছরে তার দেখভালের বিষয়টি অভিভাবকেরা কীভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন, তা যেন তারা নিজেরা ঠিক করে নিতে পারেন।"
১৮ বছরের নিচের শিশুদের মা-বাবা প্রতি সন্তানের জন্য ১৮ সপ্তাহ করে অবৈতনিক ছুটি নিতে পারবেন বলেও আইনে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম






































