News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ১৪ আগস্ট ২০১৫
আপডেট: ২২:২৭, ১৯ জানুয়ারি ২০২০

আট ক্যাচে বিশ্ব রেকর্ড রাহানের

আট ক্যাচে বিশ্ব রেকর্ড রাহানের

ঢাকা: গল টেস্টে একাই আটটি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের আজিঙ্কা রাহানে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে একাই ৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের টপ অর্ডার এ ব্যাটসম্যান।

এক টেস্টে আট ক্যাচ ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম। প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে একাই পাঁচটি ক্যাচ নেন রাহানে। এর আগে টেস্টে ক্রিকেটে মাত্র পাঁচ জন ক্রিকেটার এক টেস্টে সাতটি করে ক্যাচ নিয়েছিলেন।।

এক টেস্টে যারা তারা সাত ক্যাচ নেন তারা হলেন- ১৯৭৪ সালে অস্ট্রেলিয়ার জর্জ চ্যাপেল ইংল্যান্ডের বিপক্ষে সাতটি। ভারতের যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে সাতটি। ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার এইচপি তিলকরত্নে সাতটি। ১৯৯২ সালে নিউজিল্যান্ডের এসপি ফ্লেমিং জিম্বাবুয়ের বিপক্ষে সাতটি এবং ২০০৪ সাথে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন শ্রীলঙ্কার বিপক্ষে নেন সাতটি ক্যাচ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়