News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৮, ২১ আগস্ট ২০২৫

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

ছয় দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ ও চীনের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে তিনি আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।

আরও পড়ুন: অবাধ নির্বাচনে প্রস্তুত সেনাবাহিনী: শৃঙ্খলা ও নৈতিকতায় জোর

এটি বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্কের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, সরঞ্জাম সরবরাহ এবং যৌথ মহড়ার মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সেনাবাহিনী প্রধানের এই সফরকে কেন্দ্র করে উভয় দেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়