ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব থেকে সরে যাবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমাদের সব ধাপ মাথায় রেখেছি, ফেব্রুয়ারি থেকেই নির্বাচন হবে এবং আমরা তখন বিদায় নেব।”
আরও পড়ুন: জুলাইয়ে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, যা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তিনি যোগ করেন, “আমাদের প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। তার ঘোষণার ভিত্তিতে আমাদের পিছু হটতে হবে না।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








