‘আহতদের নো রিলিজ, নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন হাসিনা’

ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সোমবার জবানবন্দি দিয়েছেন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার বিজয়নগরে পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নিতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল, সেই বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরলেন আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান।
আদালতে দেওয়া সাক্ষ্যে ইমরান বলেছেন, তিনি হাসপাতালে থাকার সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখতে যান। কথাবার্তা বলে আন্দোলনকারী বুঝতে পেরে তিনি হাসপাতালের কর্মীদের ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট' অর্ডার দিয়ে যান।
জুলাই সনদে যেকোনো সময় স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন
জুলাই অভ্যুত্থান দমাতে দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সোমবার জবানবন্দি দেন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি