News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ২৬ জুলাই ২০২৫
আপডেট: ১০:১২, ২৬ জুলাই ২০২৫

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

ফাইল ছবি

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম জারিফ (১৪)।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

এর আগে গত সোমবার (২১ জুলাই) বেলা সোয়া একটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী ও আশপাশের মানুষ হতাহত হন।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তাদের জন্য জরুরি ৭ নির্দেশনা জারি

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দেওয়া হালনাগাদ তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৩৩ জনের। চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন।

সরকারি ও বেসরকারি পর্যায়ে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়