পুলিশ কর্মকর্তাদের জন্য জরুরি ৭ নির্দেশনা জারি
ফাইল ছবি
পদোন্নতি কিংবা অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবিরে জড়ানো থেকে বিরত থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ পুলিশের কতিপয় সদস্য কর্মস্থল ত্যাগ করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের তদবির করছেন। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন এবং দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
এছাড়াও কিছু কর্মকর্তা পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে শেষ মুহূর্তে চিঠি পাঠিয়ে মন্ত্রণালয়কে চাপের মুখে ফেলে দেন। আবার অনেক সময় অসম্পূর্ণ প্রস্তাব পাঠানো হয় অথবা মন্ত্রণালয়কে এড়িয়ে অন্য বিভাগে সরাসরি যোগাযোগ করা হয়, যা প্রশাসনিক জটিলতা তৈরি করছে।
আরও পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৫ জনের অবস্থা এখনও সংকটাপন্ন
এ প্রেক্ষিতে, নির্দেশনায় ৭টি জরুরি দিক নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে:
১. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।
২. পদোন্নতি বা অন্যান্য বিষয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে।
৩. প্রস্তাবনা যথাসময়ে এবং পূর্ণাঙ্গভাবে প্রেরণ করতে হবে।
৪. বহিঃবাংলাদেশ ছুটির কাগজপত্র যথাযথভাবে যাচাই করে পাঠাতে হবে।
৫. চিকিৎসাজনিত ছুটির ক্ষেত্রে মেডিকেল বোর্ডের প্রত্যয়নসহ চিকিৎসা প্রতিবেদন পাঠাতে হবে।
৬. আন্তঃমন্ত্রণালয় পত্র প্রেরণে ‘রুলস অব বিজনেস’ মেনে চলতে হবে।
৭. নিজ নিজ জেমস (GEMS) আইডিতে নিয়মিতভাবে তথ্য হালনাগাদ রাখতে হবে।
নির্দেশনায় এসব নির্দেশনা যথাযথভাবে মানতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








