২০২৬ সালে সরকারি ছুটি কমে ২৮ দিন, দুই ঈদে টানা ১১ দিন
ফাইল ছবি
আগামী ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই ঈদে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে। ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যেই এই প্রস্তাব অনুমোদন দিয়েছে এবং দু-একদিনের মধ্যেই ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও জানান, চলতি বছর ছুটি কিছুটা বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন ও দুর্ঘটনামুক্ত। এই ইতিবাচক অভিজ্ঞতার আলোকে আগামী বছরও দুই ঈদ ও পূজার ছুটি অপরিবর্তিত রাখা হয়েছে।
আরও পড়ুন: ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
বিস্তারিত ছুটির কাঠামো অনুযায়ী,
- ঈদুল ফিতর: ঈদের দিন এবং আগে-পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি।
- ঈদুল আজহা: ঈদের দিন, আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি।
- শারদীয় দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমী—এই দুই দিনে ছুটি থাকবে।
দুই ঈদের মূল দিন ও বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে, আর ঈদের আগে-পরে এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে, চলতি বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের বড়দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের টানা বিরতি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এখনো দুটি সাধারণ ছুটি বাকি রয়েছে। নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বরের দুই ছুটির মধ্যে বড়দিনের ছুটিই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে দীর্ঘ বিরতি এনে দিচ্ছে। এর আগে ডিসেম্বরের ১৬ তারিখ মঙ্গলবার বিজয় দিবসের ছুটি ছিল বছরের শেষ জাতীয় দিবসের সরকারি ছুটি।
২০২৬ সালের জন্য অনুমোদিত নতুন ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মোট ছুটি ২৮ দিন থাকলেও এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। ফলে কার্যকর সরকারি ছুটি দাঁড়াবে ১৯ দিন—যা চলতি বছরের তুলনায় কিছুটা কম।
নিউজবাংলাদেশ.কম/পলি








