১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
ফাইল ছবি
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে শনিবার (০৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাদের নতুনভাবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনকে পুনর্গঠন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিতের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।
বদলিকৃত জেলা প্রশাসকরা হলেন
- বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে,
- কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে,
- ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে,
- বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়,
- সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা,
- খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান।
নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন
- সন্দ্বীপ কুমার সিংহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট জেলা পরিষদ — বরগুনার ডিসি
- মো. আমিনুল ইসলাম, সচিব (উপসচিব), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন — সিরাজগঞ্জের ডিসি
- মো. আব্দুল্লাহ আল মাহমুদ, একান্ত সচিব, বাণিজ্য উপদেষ্টা — মাগুরার ডিসি
- আবু সাঈদ, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় — পিরোজপুরের ডিসি
- মিজ আফরোজা আখতার, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, পাবনা — সাতক্ষীরার ডিসি
- গোলাম মো. বাতেন, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, ফেনী — বাগেরহাটের ডিসি
- স. ম. জামশেদ খোন্দকার, একান্ত সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) — খুলনার ডিসি
- মো. ইকবাল হোসেন, পরিচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) — কুষ্টিয়ার ডিসি
- ডা. শামীম রহমান, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ — ভোলার ডিসি
আরও পড়ুন: নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিউজবাংলাদেশ ডটকমকে জানান, আসন্ন জাতীয় নির্বাচন (ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা) সামনে রেখে মাঠ প্রশাসনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক কর্মদক্ষতা বাড়াতে এই পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত ও নবনিযুক্ত জেলা প্রশাসকরা অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। এ নির্দেশ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও অন্তর্বর্তী সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে—বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা পর্যায়ের পুলিশ প্রশাসনে—বৃহৎ পরিসরে পরিবর্তন এনেছিল।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, জাতীয় নির্বাচনের পূর্বমুহূর্তে জেলা প্রশাসকদের পরিবর্তন মাঠ প্রশাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণ, আস্থা এবং নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিরই প্রতিফলন।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।
এ নিয়ে চলতি বছরের নভেম্বর মাসেই দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক পর্যায়ে একাধিক বদলি করল সরকার।
নিউজবাংলাদেশ.কম/পলি








