২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে হচ্ছে নতুন ছুটি
ফাইল ছবি
আগামী নতুন বছর ২০২৬ সালে বাংলাদেশে সরকারি ছুটির সংখ্যা হবে মোট ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়বে সাপ্তাহিক ছুটির দিনে। ২০২৫ সালে সরকারি ছুটি ছিল ২৭ দিন, যার মধ্যে ১৩ দিন সাধারণ ছুটি এবং বাকি ১৫ দিন নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছিল।
২০২৬ সালে ছুটি বেড়ে ২৮ দিনে দাঁড়াচ্ছে। নতুন বছরের সরকারি ছুটির মধ্যে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে এবং এদিন সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি পাবেন।
প্রতি বছর সরকারি ছুটির মধ্যে থাকে, শহীদ দিবস: ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস: ২৬ মার্চ, মে দিবস: ১ মে, বিজয় দিবস: ১৬ ডিসেম্বর।
এছাড়া চলতি বছরের মতো আগামী ৫ আগস্টও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: দেশের অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনন্য: প্রধান উপদেষ্টা
উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন, যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়বে। সুতরাং, মূল ছুটি যা উইকডেতে পড়ছে, তা হবে ১৯ দিন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








