News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ২৭ অক্টোবর ২০২৫

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু

ছবি: সংগৃহীত

সাময়িক বন্ধ থাকার পর সোমবার সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ১১টা থেকে পুরো রুটে নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল শুরু হবে। বিজ্ঞপ্তিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয় এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন: ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

প্রসঙ্গত, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারী আবুল কালাম মারা যান। এরপর এই রুটের মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়