ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
এখন থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজস্ব চ্যান্সারি ভবনে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘদিন ভাড়াবাড়িতে অবস্থানের পর, নতুনভাবে নির্মিত ভবনে স্থানান্তরের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রমে নতুন অধ্যায় সূচিত হলো।
বুধবার (১ অক্টোবর) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
হাইকমিশন জানায়, তারা ডিপ্লোম্যাটিক এনক্লেভে অবস্থিত নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ঠিকানায় বাংলাদেশ হাইকমিশনের সকল কনস্যুলার ও প্রশাসনিক সেবা এখন থেকে প্রদান করা হবে।
নতুন ঠিকানা ও যোগাযোগ মাধ্যম বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০ ফোন: ০৫১-২২৭৯২৬৭ ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ ই-মেইল: mission.islamabad@mofa.gov.bd
আরও পড়ুন: মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণা, ৬ জনের বিরুদ্ধে মামলা
উল্লেখ্য, পূর্বে হাইকমিশনের চ্যান্সারি ভবনটি ইসলামাবাদের এফ ব্লকে অবস্থিত ছিল। নতুন ভবন নির্মিত হওয়ায় হাইকমিশনকে আর ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে না। ডিপ্লোম্যাটিক এনক্লেভে স্থায়ী ভবনে স্থানান্তরের ফলে নিরাপত্তা, সুযোগ-সুবিধা এবং কূটনৈতিক কার্যক্রমে আরও দক্ষতা আসবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ হাইকমিশনের এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে ইসলামাবাদে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও ভিসা আবেদনকারীদের জন্য সেবা গ্রহণ আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে ধারণা করা হচ্ছে।
এখন থেকে সকল কনস্যুলার সেবা, যেমন—পাসপোর্ট, ভিসা, নথিপত্র সত্যায়ন, জন্মনিবন্ধন ইত্যাদি—উপরোল্লিখিত নতুন ঠিকানা থেকেই প্রদান করা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








