News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২২, ১ আগস্ট ২০১৫
আপডেট: ২০:০৩, ১৭ জানুয়ারি ২০২০

সবজি দিয়ে শিল্পকর্ম

সবজি দিয়ে শিল্পকর্ম

পৃথিবীজুড়ে বেশ প্রচলিত একটি কথা রয়েছে। আর তা হলো, রান্না একটি শিল্প। আর রন্ধনশিল্পে অনেকেই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তবে আর্জেন্টাইন শিল্পী অ্যানি কেভেলি জয়েস রান্না না করেও খ্যাতি পেয়েছেন শুধুমাত্র কাঁচা সবজি দিয়ে শিল্পকর্ম বানিয়ে।

অ্যানির তৈরি অসাধারণ এ শিল্পকর্মগুলোর পেছনে আছে কষ্টের এক কাহিনি। তার জীবনে একটি বিচ্ছেদের ঘটনা ঘটে। তিনি তার বাডজি নামের পোষা পাখিটিকে হারিয়ে ফেলেন। সেই বাডজির শোকেই তিনি তৈরি করেন সবজি দিয়ে এমন শিল্পকর্ম।
 
পেঁয়াজ-মরিচ থেকে শুরু করে হলুদ-লবণ, এমনকি কফির বীজও বাদ পড়েনি তার শিল্পকর্মের উপাদান থেকে। তবে সব চিত্রকর্মের মধ্যে একটা না একটা পাখির দেখা মিলবেই।

শিল্পীর চিন্তার কথা মাথায় রেখে আলোকচিত্রী আগুস্তান নিয়েটো তুলেছেন দারুণ এ ছবিগুলো।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়