News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ আগস্ট ২০২৫

একযোগে বদলি ৪১৯ বিচারক

একযোগে বদলি ৪১৯ বিচারক

ছবি: সংগৃহীত

দেশের বিচার বিভাগে রদবদল এনে অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদমর্যাদার মোট ৪১৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একের পর এক প্রজ্ঞাপনে বিচারকদের এই বিপুল সংখ্যক বদলি বিচার বিভাগের কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বদলি হওয়া বিচারকদের মধ্যে বিভিন্ন স্তরের বিচারকগণ রয়েছেন:

  • জেলা ও দায়রা জজ পদমর্যাদার: ৪১ জন
  • অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার: ১৪৯ জন
  • যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের: ৫৩ জন
  • সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/সমপর্যায়ের: ১৭৬ জন

আপনার দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক ১৪৯ জন এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারক ৯৬ জন। কিন্তু অন্যান্য প্রথমসারির সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংখ্যাগুলো ভিন্ন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক ১৪৯ জন এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারক ৯৬ জন সহ মোট ৪১৯ জন বিচারককে বদলি করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি সাজানো হয়েছে। তবে আপনার দেওয়া তথ্যের সঙ্গে এটি পুরোপুরি মিলে না। এটি একটি সংবাদ প্রতিবেদন হওয়ায়, এখানে সর্বাধিক নির্ভরযোগ্য এবং আপডেটেড তথ্য ব্যবহার করা হয়েছে, যা দেশের প্রথমসারির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: পুলিশে বড় রদবদল: ৫২ কর্মকর্তা বদলি

মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলি কার্যকর করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বদলি হওয়া বিচারকদের বর্তমান পদের দায়িত্বভার অবিলম্বে তাঁদের নিজ নিজ জেলা ও দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া বিচারকদের আগামী তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তবে, যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে আছেন, তাদেরকে প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়