পরীক্ষার প্রশ্ন বাড়িতে রাখায় শিক্ষকের কারাদণ্ড
রাজশাহী: নিয়ম বহির্ভূতভাবে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বাড়িতে রাখায় এক স্কুল শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মাহবুবুর রহমান। তিনি রাজশাহী কোর্ট মডেল উচ্চবিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, “এসএসসির শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষক মাহবুবুর রহমান স্কুলের অফিসে সংরক্ষণ না করে নিজের বাসায় নিয়ে চলে গিয়েছিলেন। প্রশ্নগুলো সিলগালা থাকলেও বাড়িতে খোলা অবস্থায় রেখে দেন তিনি।”
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার বাড়িতে অভিযান চালায়।
প্রশ্নপত্রগুলো সিলমোহরযুক্ত প্যাকেট ছাড়াই খোলা অবস্থায় পাওয়া যায়।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








