News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০২, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১০:০২, ২৭ ডিসেম্বর ২০২০

পাপুলসহ ৮ জনের ৫৩ একাউন্ট ফ্রিজের আদেশ

পাপুলসহ ৮ জনের ৫৩ একাউন্ট ফ্রিজের আদেশ

মানিলন্ডারিং আইনের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলসহ ৮ জনের ৫৩ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। রোববার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এই আদেশ দিয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল ছাড়া ফ্রিজ হওয়া অন্য আসামিরা হলেন পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জেসমিন প্রধানের কোম্পানি জে ডব্লিউ লীলাবালী, কাজী বদরুল আল লিটনের মালিনাধীন কোম্পানি জব ব্যাংক ইন্টারন্যাশনালের ম্যানেজার গোলাম মোস্তফা, অজ্ঞাত আরও কয়েকজন জন।

এর আগে একই আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৪ জনের ৬১৭টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

গত বুধবার মামলার এজাহার আদালতে আসে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী সিআইডিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ২২ ডিসেম্বর সিআইডির সহকারী পুলিশ সুপার (অরগানাইজ ক্রাইম) আলামিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মানিলন্ডারিং মামলা করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়