নাসির ও শামসুদ্দিনের বিরুদ্ধে চার্জ শুনানি ৬ সেপ্টেম্বর
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে আসামীপক্ষে উপস্থিত ছিলেন- আইনজীবী মোহাম্মাদ আতিক ও আইনজীবী আব্দুস শুকুর খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকউটর সৈয়দ হায়দার আলীর কাছে ৪৫০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বাড়ি কিশোরগঞ্জে। তারা দুই ভাই। নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিদ্যানগর, আয়লা, ফতেপুর বিল, কিরাটন বিলসহ আশেপাশের কয়েকটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী নিয়ে অত্যাচার নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
২০১৩ সালের ৬ জুন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। একবছর পাঁচ মাস ১৮দিন তদন্ত করে গত ২৪ নভেম্বর তদন্ত কাজ শেষ হয়।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








