News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৪, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৫:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০

প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে নির্বাচন ছাড়াই সমঝোতার ভিত্তিতে গঠিত নতুন নির্বাহী কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের একক বেঞ্চ এ আদেশ দেন।

জাতীয় প্রেসক্লাবের বিষয়ে ঢাকা জজকোর্টের দেওয়া এক আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বুধবার প্রেসক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এ রিভিশন আবেদনটি দায়ের করেন।

বৃহস্পতিবার আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

এ বিষয়ে জানতে চাইলে আবেদনকারী সৈয়দ আবদাল আহমেদ বলেন, “জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদের জন্য গঠিত নতুন কার্যনির্বাহী কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আমি একটি রিভিশন আবেদন করি হাইকোর্টে। ওই আবেদনের ওপর শুনানি শেষে আজ আদালত এ আদেশ জারি করেন।

এই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের বিরুদ্ধে আমি আদালতে এ রিভিশন আবেদনটি করেছি।

এর আগে ১০ জুন জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- সে মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার একটি বিশেষ আদালত।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়