কারাগারে যাওয়ার আগেই অসুস্থ ফালু, পরে জামিন
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে কারাগারে পাঠানোর আদেশের পরই জামিন দেওয়া হয়েছে। আদেশের পর আদালতেই অসুস্থ হয়ে পড়ায় বিচারক তাকে জামিন দিয়ে দেন।
বৃহস্পতিবার এ জামিন পেলেন তিনি।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানায় করা একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী জয়নাল আবেদিন মেজবার মাধ্যমে জামিনের আবেদন জানান ফালু। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এই আদেশের পর আদালতেই অসুস্থ হয়ে পড়েন ফালু। পরে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া পুনরায় জামিনের আবেদন করলে দুপুরের দিকে আবার শুনানি গ্রহণ করে আদালত তার জামিন মঞ্জুর করেন।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাড্ডা থানায় এ মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ গত ২৭ জুন ফালুসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এ মামলায় হাইকোর্ট তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত ফালুকে জামিন দিয়েছিলেন। এরই মধ্যে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করায় তিনি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








