জনসমাগমে বোরকা নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস

ছবি: সংগৃহীত
জনসমাগমপূর্ণ স্থানে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে আইন পাস করেছে পর্তুগালের পার্লামেন্ট।
শুক্রবার (১৭ অক্টোবর) দেশটির দক্ষিণ–পন্থি চেগা দলের প্রস্তাবে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।
শনিবার (১৮ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন আইনে বলা হয়েছে, জনসাধারণের অধিকাংশ স্থানে পূর্ণ মুখ ঢাকার পোশাক পরা নিষিদ্ধ থাকবে। তবে বিমান, কূটনৈতিক প্রাঙ্গণ ও ধর্মীয় স্থানে মুখ ঢেকে রাখা যাবে।
বিল অনুযায়ী, জনসমক্ষে নিকাব বা বোরকা পরলে ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। আর কাউকে জোর করে নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০
দীর্ঘ বিতর্কের পর শুক্রবার ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ এমপি বিলটির পক্ষে ভোট দেন, যার ফলে সেটি সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি