News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:০০, ১৩ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি বাস্তবায়নের মধ্যেই ইসরায়েলে ট্রাম্প, সঙ্গে স্ত্রী ও কন্যা

যুদ্ধবিরতি বাস্তবায়নের মধ্যেই ইসরায়েলে ট্রাম্প, সঙ্গে স্ত্রী ও কন্যা

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে নিয়ে ইসরায়েল সফরে গেছেন ট্রাম্প।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী মার্কিন বিমানবাহিনীর ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে পৌঁছালে ট্রাম্প, মেলানিয়া ও ইভাঙ্কাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপস্থিত ছিলেন যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবারই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া তিনি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যুদ্ধবিরতি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে দেওয়া হবে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’।

আরও পড়ুন: গাজায় বন্দি বিনিময় শুরু, রেড ক্রসের কাছে হস্তান্তর ৭ জিম্মি

ইসরায়েল সফর শেষে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম আল-শেখে যাওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়