News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৬, ৮ অক্টোবর ২০২৫

তরুণদের আন্দোলনের চাপে দুর্নীতি দমনে কঠোর হচ্ছে মরক্কো

তরুণদের আন্দোলনের চাপে দুর্নীতি দমনে কঠোর হচ্ছে মরক্কো

ছবি: সংগৃহীত

মরক্কোতে সম্প্রতি তরুণদের নেতৃত্বে পরিচালিত দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষিতে সরকার দুর্নীতি প্রতিরোধ ও দমন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। 

এই চুক্তির মূল লক্ষ্য হলো দেশের অভ্যন্তরীণ দুর্নীতি-বিরোধী ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে দুর্নীতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তিতে স্বাক্ষর করেছে জাতীয় সততা, প্রতিরোধ ও দুর্নীতি দমন বিষয়ক কর্তৃপক্ষ (INPPLC)। 

এ ছাড়া চুক্তিতে অংশ নিয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক সাধারণ অধিদপ্তর (DGSN) এবং আঞ্চলিক নজরদারি বিষয়ক সাধারণ অধিদপ্তর (DGST)।

চুক্তির আওতায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বৃদ্ধি করা হবে, যা দুর্নীতি সংক্রান্ত তদন্তের কার্যকারিতা উন্নত করতে সহায়ক হবে। 

আরও পড়ুন: মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে বোমা হামলা, নিহত অন্তত ৪০

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি মরক্কোর অভ্যন্তরীণ দুর্নীতি-বিরোধী অবস্থানকে আরও সুসংহত করতে একটি সমন্বিত সহযোগিতার কাঠামোর প্রতিফলন।

চুক্তিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করারও পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির ঝুঁকি মোকাবিলায় আরও দক্ষ করে তুলবে এবং রাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে।

এ চুক্তি স্বাক্ষরিত হওয়া সময়টিকে প্রাসঙ্গিক করেছে দেশের যুবসমাজের নেতৃত্বে পরিচালিত আন্দোলন “জেনারেশন জেড ২১২”, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্নীতিবিরোধী নীতির সংস্কারের দাবি জানিয়ে দেশজুড়ে প্রতিবাদ চালাচ্ছিল। 

সরকারি সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা ৯ অক্টোবর পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছে।

সরকারি বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই উদ্যোগ যুব সমাজের চেতনা ও আন্দোলনের প্রভাবকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি মরক্কোর অভ্যন্তরীণ দুর্নীতি-বিরোধী কাঠামোর স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়