News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১২, ১২ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৬১,৪৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) আল জাজিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে ৬৯টি মরদেহ, যাদের মধ্যে একজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এর ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে, যার অধিকাংশই নারী ও শিশু।

তবে অনেক নিহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে অথবা সড়কে পড়ে আছেন, যেখানে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিম পৌঁছাতে পারছে না।

আরও পড়ুন: নিহত হওয়ার আগে আল জাজিরা সাংবাদিক আনাসের শেষ বার্তা

মানবিক সহায়তা নিতে গেলে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২৯ জন ও আহত হয়েছেন ১২৭ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টা করার সময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮০৭ জন এবং আহতের সংখ্যা ১৩,০২১ ছাড়িয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়