News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ১১ আগস্ট ২০২৫
আপডেট: ১১:১৩, ১১ আগস্ট ২০২৫

তুরস্কে আবার ভয়াবহ ভূমিকম্প

তুরস্কে আবার ভয়াবহ ভূমিকম্প

ছবি: সংগৃহীত

পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। একাধিক প্রদেশেও কম্পন টের পাওয়া গেছে।

আফাদের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে।

কেন্দ্রস্থল বালিকেসির সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে ছয়জন বাসিন্দা আটকা পড়েন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি দুজনকে উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন: হাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, আফাদের জরুরি দল ক্ষয়ক্ষতির প্রাথমিক নিরীক্ষণ শুরু করেছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে সেখানে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়