ব্রাজিলে পানশালায় গুলি, নিহত ১৮
ঢাকা: ব্রাজিলের সাও পাওলোতে গোলাগুলিতে অন্তত ১৮ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও সাত জন। দেশটির পুলিশ নিশ্চিত করেছে বিষয়টি।
সাও পাওলোর পুলিশ প্রধান আলেকজান্ডার ডি মোরেস জানান, ব্রাজিলে এই বছর এটাই সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। এদিকে দেশটির গ্লোবো টেলিভিশনে প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে- মুখোশধারী এক দল আক্রমণকারী পানশালায় প্রবেশ করে সবাইকে হাত উপরে ওঠাতে বলছেন। আর তারপরই নির্বিচারে গুলি করছেন।
ব্রাজিলের ফোলহা ডি সাও পাওলো পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এক প্রতক্ষদর্শী বলেন, মুখোশধারীরা সবাইকে থামাচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা আছে কিনা। তারপরই গুলি করছিল। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত হত্যাকাণ্ডকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে ব্রাজিলের পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম