ছবি তুলতে দল বেঁধে স্টুডিওতে মহারাষ্ট্রের গরু
মহারাষ্ট্রের মালগাও শহরে প্রতিটি গরুর ছবি তুলে রাখাতে চাইছে পুলিশ। গরুর মালিক ও কৃষকদের নিজের গাভী এবং ষাঁড়ের মুখের ছবি তুলে নিকটস্থ পুলিশ স্টেশনে জমা দিতে বলা হয়েছে। ছবির সাথে শনাক্তকরণ চিহ্ন উল্লেখ করে তথ্য জমা দিতে বলা হয়েছে।
প্রাণীগুলো সঠিকভাবে খুঁজে পেতে ছবি ও শনাক্তকরণ চিহ্ন সাহায্য করবে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পশুগুলোর জন্য পরিচয়পত্রও সরবারহ করা হবে বলে তিনি জানান। এনডিটিভি।
ছবি ও শনাক্তকরণ চিহ্নের তথ্য চাওয়ার বিষয়টি কোন আদেশ নয় উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এটা এক ধরণের নির্দেশণা।
এদিকে, পুলিশের এমন নির্দেশনা পেয়ে মালাগাওয়ের অনেকেই নিজেদের গবাদি পশুকে স্থানীয় স্টুডিওতে নিয়ে গিয়ে ছবি তুলছেন বলে খবর পাওয়া গেছে।
বিজেপি শাসিত মহারাষ্ট্রে গো-হত্যা নিষিদ্ধের আইন পুনরায় বলবৎ করার পর মেলাগাওয়েই প্রথম এ অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। অপর বিজেপি শাসিত দুই রাজ্য ঝাড়খন্ড এবং হারিয়াণায়ও গো-হত্যা নিষিদ্ধ করা হয়েছে।
গত রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলছেন, তার সরকার সারা দেশেই গরু জবাই এবং গোমাংস বিক্রি নিষিদ্ধ করতে চায়।
মহারাষ্ট্রে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হওয়ার পর জাতীয় উদ্যানে বাঘ-সিংহরাও এখন গরুর পরিবর্তে মুরগির মাংস খাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে।
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, রাজ্যের মুম্বাইয়ে অবস্থিত সংরক্ষিত বনাঞ্চল সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে বাঘ ও সিংহের খাওয়া হিসেবে এখন আর গরুর মাংস দেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে মুরগির মাংস। মুরগীর মাংস দেয়া হচ্ছে এই বনের ১৪টি চিতাবাঘ ও শকুনকেও।
মুম্বাইয়ের অভিজাত রেস্তোরাঁগুলোতে 'বিফ স্টেক' পরিবেশন করা বন্ধ হয়ে গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








