News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০২, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৩, ১৮ জানুয়ারি ২০২০

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের সাতজন নিহত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের সাতজন নিহত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ সাতজন নিহত হয়েছে।  দেশটির পূর্বাঞ্চলীয় ঘাজনি প্রদেশে রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

ঘাজনি প্রদেশের আন্দার জেলায়  সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের তিন নারী, তিন শিশু ও এক ব্যক্তি মারা যান। আলজাজিরা।

ঘাজনির সহকারী পুলিশ প্রধান আসাদুল্লাহ এনসাফি জানান, পরিবারটি একটি মিনিবাসে করে যাওয়ার পথে পুতে রাখা বোমার বিস্ফোরণের শিকার হয়।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আসাদুল্লাহ'র এ ঘটনার জন্য তালেবানদের দায়ী করেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়