News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৮, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বুধবার

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বুধবার

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে একমত হলে বুধবার চুক্তিটি সই হতে পারে। এ বিষয়ে আলোচনার জন্য বেঁধে দেয়া সময়ের মঙ্গলবারই শেষদিন।

আলোচনায় সম্পৃক্ত এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানের একটি নিউজ চ্যানেল এ সংবাদ দিয়েছে।

ওই চ্যানেলের ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চুক্তির রূপরেখা এখনো লেখা হয়নি। চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো অসম্ভব নয়।

সুইজারল্যান্ডের মধ্যস্থতাকারীরা সময়সীমা শেষ হয়ে যাওয়ার আগেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিশ্বের ছয় শক্তিধর দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে পারমাণু কর্মসূচি সীমিত করার জন্য চাপ অব্যাহত রেখেছে। এর বদলে দেশটির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাসও দেয়া হচ্ছে।

বিবিসির সংবাদের জানা গেছে, ইরান চায় একযোগে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক, কিন্তু পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলতে চাইছে ধাপে ধাপে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়