যুক্তরাজ্যে নির্বাচনের মূল পর্বের প্রচারণা শুরু
যুক্তরাজ্যে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে চলতি পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণার পর রাজনৈতিক দলগুলো মূল পর্বের প্রচারণা শুরু করেছেন। মাঠ পর্যায়ের জরিপে নির্বাচনে স্মরণকালের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছে।
গত সোমবার চলতি পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করা হয়।
নির্বাচনের প্রচারণায় অভিবাসন, অর্থনীতি এবং জাতীয় স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ও অভিবাসন প্রশ্নের মোকাবেলাও করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর।
নির্বাচনী জনমত জরিপে কনজারভেটিভদের প্রতি আস্থাহীনতার পাশাপাশি আকাঙ্ক্ষা পূরণে লেবার পার্টির উপরও ভোটারদের আস্থা নেই বলে দেখা গেছে। মোট ৬৫০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৫টি আসন এককভাবে কোনো দল পাবে না বলে মনে করেছেন জরিপকারী বিভিন্ন সংস্থা।
ইইউতে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে ২০১৭ সালে গণভোটের আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সোমবার কনজারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন বলেন, এবারের নির্বাচনে ভোটারদের কঠিন পছন্দের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকবে হবে। অন্যদিকে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেন, ইইউ ছাড়লে শুধু যুক্তরাজ্যের অর্থনীতি নয়; বিশ্বে যুক্তরাজ্যের প্রভাবও বিপর্যয়ের শিকার হবে।
রীতি অনুযায়ী যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দুটি ধাপে প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৩০ মার্চ পর্যন্ত ছয় মাস সাধারণ প্রচারণা এবং ৩০ মার্চ থেকে নির্বাচনের দিন পর্যন্ত পাঁচ সপ্তাহ সময়কে বলা হচ্ছে মূল প্রচারণা। ৯ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান এবং প্রত্যাহারের শেষ দিন। প্রচারণার পাশাপাশি ২, ১৬ এবং ৩০ এপ্রিল রাজনৈতিক নেতারা সরাসরি টিভি বিতর্কে অংশ নেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








