News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ১৫ অক্টোবর ২০২৫

রাজস্থানে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ জনের মর্মান্তিক মৃত্যু

রাজস্থানে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ জনের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

এক মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জয়সলমে অন্তত ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সলম থেকে জোধপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন ধরে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। চালক দ্রুত বাসটি রাস্তার পাশে থামান, কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে অনেক যাত্রী বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা যান।

দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জোধপুরে স্থানান্তর করা হয়।

এই দুর্ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী, যাদের মধ্যে চারজন নারী ও দুই শিশু রয়েছেন। কয়েকজনের শরীরে ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত জোধপুরে পৌঁছে দিতে জাতীয় মহাসড়ক ১২৫-এ সবুজ করিডর তৈরি করা হয় এবং আটটি অ্যাম্বুলেন্সকে পুলিশি প্রহরায় নিয়ে যাওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং অনেক মৃতদেহ চেনার অযোগ্য অবস্থায় রয়েছে। জোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক টিম এসে মৃতদের পরিচয় নিশ্চিত করার কাজ শুরু করেছে। 

জেলা কালেক্টর প্রতাপ সিংহ বলেন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মতো এখানেও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদের পরিচয় নিশ্চিত করা হবে, এরপরই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

জয়সলমের জেলা প্রশাসন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মঙ্গলবার গভীর রাতে জয়সলমে পৌঁছে দুর্ঘটনাস্থল ও পুড়ে যাওয়া বাস পরিদর্শন করেন। 

তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, জয়সলমে বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। 

তিনি বলেন, জয়সলমেরে প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। 

তিনি ঘোষণা করেছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল বলে জানা গেছে, যা দুর্ঘটনার মর্মান্তিকতা আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: এনডিটিভি

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়