News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ১৪ অক্টোবর ২০২৫

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়ার পরামর্শ এরদোয়ানের

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়ার পরামর্শ এরদোয়ানের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে ঘটে গেল এক ভিন্নরকম ঘটনা। সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ত্যাগের পরামর্শ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এনডিটিভির এ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইহলাস নিউজ এজেন্সি (আইএইচএ) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এরদোয়ান মেলোনিকে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে, কিন্তু আপনার ধূমপান বন্ধ করতে হবে।”

তাদের কথোপকথনের সময় পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হেসে বলেন, “এটা অসম্ভব!”

এর জবাবে মেলোনি রসিকতা করে বলেন, “ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যাব। আমি জানি, আমি কাউকে হত্যা করতে চাই না।”

এর আগে এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে মেলোনি জানিয়েছিলেন, ধূমপান তাকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদসহ বিভিন্ন নেতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করেছে।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পকে প্রশংসা করলেন বাইডে

অন্যদিকে, তুরস্ককে ‘ধূমপানমুক্ত ভবিষ্যৎ’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। গাজার সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেও দুই নেতার এই ব্যক্তিগত আলাপচারিতা কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়