News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৭, ১৪ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:২৮, ১৪ অক্টোবর ২০২৫

মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা

মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আড়াইশ’ গুরুতর সাজাপ্রাপ্তসহ প্রায় ১৭শ’ ফিলিস্তিনি বন্দি।

সোমবার (১৩ অক্টোবর) হামাসের হাতে আটক ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত ফেরত দেওয়ার পর এই বন্দি বিনিময় সম্পন্ন হয়।

মুক্তদের স্বাগত জানাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভিড় করেন অসংখ্য মানুষ। আপনজনকে ফিরে পেয়ে কেউ অশ্রুসিক্ত, কেউ আবার কারাগারের ভয়াবহ নির্যাতনের স্মৃতি মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ইসরায়েলি কারাগারে এখনও বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানান।

গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাস প্রথমে ২০ ইসরায়েলিকে মুক্তি দেয়। এরপর দুটি বাসে করে ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে। তবে মুক্তি পেলেও কারাগারের নির্যাতনের স্মৃতি ভুলতে পারছেন না কেউ কেউ।

এদিন মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আকাশ শান্ত, বন্দুক নীরব, সাইরেন থেমে গেছে— অবশেষে পবিত্র ভূমিতে শান্তি ফিরেছে।”

তবে ভাষণ চলাকালে ‘ফিলিস্তিনের মুক্তি চাই’ ও ‘জেনোসাইড’ লেখা প্ল্যাকার্ড তুলে প্রতিবাদ জানান আইনপ্রণেতা আয়মান ওদেহ।

নেসেটে ভাষণ শেষে ট্রাম্প মিশরের শারম আল–শেখে আয়োজিত ‘শান্তি সম্মেলনে’ যোগ দেন। সেখানে মিশরীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে তিনি গাজার ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে সামরিক বিমানে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

যদিও সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি ছিলেন না, অনুপস্থিত ছিলেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এবং গাজার ভবিষ্যৎ প্রশাসনে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়