News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩১, ১৩ অক্টোবর ২০২৫

গাজায় বন্দি বিনিময় শুরু, রেড ক্রসের কাছে হস্তান্তর ৭ জিম্মি

গাজায় বন্দি বিনিময় শুরু, রেড ক্রসের কাছে হস্তান্তর ৭ জিম্মি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই সাতজন জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। 
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২  জানিয়েছে, হামাস সাতজন জিম্মিকে আইসিআরসির কাছে হস্তান্তর করেছে।

প্রথম পর্যায়ের বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: মেক্সিকোতে দুই মৌসুমি ঝড়ে ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

আইসিআরসি জানিয়েছে, উভয় পক্ষের বন্দিদের মুক্তি তদারকি এবং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়