News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩২, ১০ অক্টোবর ২০২৫

চার বছর পর কাবুলে দূতাবাস চালু করছে ভারত

চার বছর পর কাবুলে দূতাবাস চালু করছে ভারত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ নিয়েছে ভারত। চার বছর বন্ধ থাকার পর কাবুলে পুনরায় দূতাবাস চালু করতে যাচ্ছে দেশটি। 

শুক্রবার (১০ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এই সিদ্ধান্তকে তালেবান প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে, যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৈঠকটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে, যেখানে তালেবান ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতা ভারত সফর করলেন। জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞার অস্থায়ী ছাড়পত্র নিয়ে মোটতাকি ছয় দিনের সফরে ভারতে এসেছেন।

বৈঠকে জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতাকে সম্মান করে। আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আফগানিস্তানের উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহনশীলতা বৃদ্ধিতে অবদান রাখবে।

অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আশ্বাস দেন, আফগানিস্তানের মাটিকে কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা আশা করি আফগানিস্তান ও ভারত সরকারি পর্যায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করলে তালেবান ক্ষমতা দখল করে। এরপর ভারত তাদের কাবুল দূতাবাস বন্ধ করে দেয়। ২০২২ সালে সীমিত পরিসরে একটি টেকনিক্যাল মিশন চালু করে দিল্লি, যা মূলত মানবিক সহায়তা, চিকিৎসা সেবা এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য কাজ করছিল।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন এবং আফগানিস্তানে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে নয়াদিল্লি তালেবানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে বাধ্য হচ্ছে। 

ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হর্ষ পন্ত বলেন, যোগাযোগ মানেই সমর্থন নয়। তালেবান শাসনে সংখ্যালঘু অধিকার, নারী অধিকার এবং মানবাধিকার ইস্যুতে ভারতের অস্বস্তি রয়েছে। তবে বাস্তবতার প্রয়োজনে দিল্লি এই সম্পর্ক এগিয়ে নিচ্ছে।

বর্তমানে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ প্রায় এক ডজন দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে। তবে এদের মধ্যে কেবল রাশিয়াই আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে, যদিও তালেবান সরকারের অনেক নেতা জাতিসংঘের নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় রয়েছেন।

ভারতের পক্ষ থেকে এখনো দূতাবাস পুনরায় চালুর নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। 

তবে কূটনৈতিক মহল মনে করছে, এই পদক্ষেপ ভারত-আফগানিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত করছে, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি আরও প্রসারিত করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়