News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৩, ১০ অক্টোবর ২০২৫

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ২০০ সেনা মোতায়েন করবে, তবে গাজার ভেতরে আলাদা কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এই সেনারা মূলত স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন। 

শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে, যেখানে মিসরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অংশ নেবেন।

মিসরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। এই মধ্যস্থতাকারীরা ছিলেন যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। চুক্তি অনুযায়ী, গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করা হবে।

গাজার বাসিন্দারা যুদ্ধবিরতির খবর পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে হামাসের হাতে থাকা জিম্মি মুক্তি পাওয়ার সম্ভাবনা উদযাপিত হয়েছে ইসরায়েলেও।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নৃশংস হামলা চলতে থাকে। দুই মাসের মধ্যে সামান্য সময়ের জন্য যুদ্ধবিরতি থাকলেও, ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়