News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ১০ অক্টোবর ২০২৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

প্রচণ্ড শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে। ইতোমধ্যে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে দেশটির মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪।

অন্যদিকে, ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৬ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ৫৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (PTWC) এক বার্তায় জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত হতে পারে। এছাড়া প্রতিবেশী ইন্দোনেশিয়া ও পালাউ দ্বীপরাষ্ট্রেও ৩ ফুট বা তার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

ফিলিপাইনের ভূকম্পবিদ্যা প্রধান টেরেসিটো বাকলকল জানান, ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ম্যানায় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে—আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করল ইসরায়েল

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রও সতর্কতা জারি করেছে। তাদের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে।

ভূমিকম্পের আধ ঘণ্টার মধ্যেই একাধিক আফটারশক রেকর্ড করেছে ইউএসজিএস, যার মধ্যে কিছু কম্পনের মাত্রা ছিল ৫.৬ থেকে ৬.০।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে ৬.৯ মাত্রার এক ভূমিকম্প ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছিল, যাতে অন্তত ৬৯ জন নিহত ও বহু মানুষ আহত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়