News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ১৯ আগস্ট ২০২৫

৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ফাইল ছবি

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্স।

জিএফজেডের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮৬ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ২ নির্ধারণ করা হলেও যাচাই-বাছাই শেষে তা পরিবর্তিত হতে পারে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

প্রসঙ্গত, এর আগে গত ১০ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক সময়ে রাশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রেও ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘটেছে। এতে বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ দেশগুলোতে উদ্বেগ বাড়ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়