ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে শক্তিশালী ভূমিকম্প, আহত বহু
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশে একটি শক্তিশালী ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (১৭ আগস্ট) এই ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর তীব্রতা বৃদ্ধির একটি অন্যতম কারণ। ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় কম্পনটি ব্যাপক এলাকায় অনুভূত হয় এবং এতে অনেক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। বিশেষ করে পালু ও আশেপাশের এলাকার বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন এবং জরুরি পরিষেবা দল দ্রুত উদ্ধার কার্যক্রমে নামে।
ভূমিকম্পের ফলে প্রধানত কিছু ভবন, বিশেষ করে দুর্বল কাঠামোয় নির্মিত ঘরবাড়ি, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের আংশিক ক্ষতি হয়েছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কিনা তা খুঁজে দেখছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ক্যাটাগরি-৫ মাত্রায় ঘূর্ণিঝড় ‘অ্যারিন’, ক্যারিবীয় সাগর
ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এই রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত একটি ভূতাত্ত্বিক সক্রিয় অঞ্চল, যেখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এই ভৌগোলিক অবস্থানের কারণেই দেশটিতে প্রায়শই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।
এই ভূমিকম্পটি ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে আঘাত হানা ৬.২ মাত্রার ভূমিকম্পের স্মৃতি ফিরিয়ে এনেছে। সেই ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। এই ধরনের পুনরাবৃত্তিমূলক ঘটনা ইন্দোনেশিয়াকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আরও সতর্ক ও প্রস্তুত থাকতে উৎসাহিত করছে।
এই প্রতিবেদনটি সর্বশেষ প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং পরিস্থিতি সাপেক্ষে তথ্য পরিবর্তন হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন তথ্য প্রকাশ করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








