News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫২, ৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১১:৫৩, ৭ অক্টোবর ২০২৫

মোবাইল নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ

মোবাইল নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ

ছবি: ইন্টারনেট

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আনছে এক নতুন যুগের ফিচার। সংস্থার সূত্রে জানা গেছে, গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে শিগগিরই চালু হতে যাচ্ছে ‘ইউজার নেম আইডেন্টিটি সিস্টেম’।

এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। তবে নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের মতোই একটি ইউনিক ইউজার নেম তৈরি করতে পারবেন। এরপর সেই ইউজার নেম দিয়েই অন্যকে খুঁজে পাওয়া, মেসেজ পাঠানো বা ফাইল শেয়ার করা যাবে—মোবাইল নম্বর প্রকাশের প্রয়োজন হবে না।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিটা ব্যবহারকারীদের জন্য। সফল পরীক্ষা শেষে সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।

এর আগে হোয়াটসঅ্যাপ চালু করেছিল ‘ট্রান্সলেট’ ফিচার, যার মাধ্যমে যেকোনো ভাষার মেসেজ সরাসরি অনুবাদ করা যায়। ব্যবহারকারী শুধু মেসেজে লং প্রেস করলেই ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে এবং পছন্দের ভাষা নির্বাচন করলেই মেসেজের অনুবাদ পাওয়া যাবে।

আরও পড়ুন: বিটকয়েনের নতুন রেকর্ড

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি নতুন ফিচার হোয়াটসঅ্যাপকে আরও নিরাপদ, সুবিধাজনক ও ব্যবহারবান্ধব করে তুলবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়