News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৯, ২০ আগস্ট ২০২৫

ভিডিওর জন্য অডিও ট্রান্সলেটর আনলো মেটা

ভিডিওর জন্য অডিও ট্রান্সলেটর আনলো মেটা

ছবি: ইন্টারনেট

মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এআই-চালিত অডিও ট্রান্সলেশন ফিচার চালু করেছে, যা ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ বাড়াবে। এই প্রযুক্তি ব্যবহারকারীদের রিলের অডিও ইংরেজি থেকে স্প্যানিশ বা এর বিপরীতে অনুবাদ করতে পারে, এমনকি মুখের নড়াচড়ার সঙ্গে লিপ-সিঙ মিলিয়ে দেবে। 

এটি ভিডিওকে এমনভাবে উপস্থাপন করে যেন বক্তা সরাসরি সেই ভাষায় কথা বলছেন।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই ফিচারটি মেটার সিমলেসএম৪টি মডেলের ওপর ভিত্তি করে তৈরি, যা দুজন পর্যন্ত স্পিকারের কথা অনুবাদ করতে পারে। তবে, সঠিক অনুবাদের জন্য ব্যাকগ্রাউন্ডের শব্দ বা মিউজিক কম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে ইংরেজি-স্প্যানিশ অনুবাদ চালু হলেও ফ্রেঞ্চ ও পর্তুগিজসহ আরও ভাষা শিগগিরই যুক্ত হবে।

চীনের জন্য নতুন এআই চিপ আনছে এনভিডিয়া

এই ফিচারটি ক্রিয়েটরদের বিশ্বব্যাপী দর্শক বাড়াতে সাহায্য করবে এবং ২০ শতাংশ বেশি এনগেজমেন্ট নিশ্চিত করবে। তবে, সঠিক অনুবাদ নিশ্চিত করতে স্পিকারদের ওভারল্যাপিং কথা এড়ানো উচিত। 

মেটার এই উদ্ভাবন সামাজিক মাধ্যমে ভাষার বাধা দূর করবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়