চীনের জন্য নতুন এআই চিপ আনছে এনভিডিয়া
ছবি: ইন্টারনেট
মার্কিন রপ্তানি বিধিনিষেধের মধ্যেও চীনা বাজারে অবস্থান ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। সংস্থাটি চীনের জন্য বিশেষভাবে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করছে, যার নাম বি৩০এ। এটি এনভিডিয়ার সর্বশেষ ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মিত হবে।
নতুন চিপটি কোম্পানির শীর্ষ মডেল বি৩০০-এর তুলনায় প্রায় অর্ধেক ক্ষমতাসম্পন্ন হলেও, পূর্বের হপার আর্কিটেকচারে তৈরি এইচ২০ মডেলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চিপটিতে থাকবে হাই-ব্যান্ডউইথ মেমোরি এবং এনভিডিয়া এনভিলিঙ্ক প্রযুক্তি, যা কর্মক্ষমতা বৃদ্ধি করবে। ধারণা করা হচ্ছে, আগামী মাসে চীনা গ্রাহকদের কাছে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু হতে পারে।
এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সব পণ্যই সংশ্লিষ্ট সরকারি অনুমোদন নিয়ে শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি। ২০২৩ সালে মার্কিন রপ্তানি নিয়মের কারণে চীনের জন্য এইচ২০ মডেল তৈরি হয়েছিল, তবে বিক্রি কিছু সময় বন্ধ হয়ে যায়।
চীনের বাজার এনভিডিয়ার মোট আয়ের প্রায় ১৩ শতাংশ, তাই এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এনভিডিয়াকে কম ক্ষমতাসম্পন্ন (৩০–৫০% কম) চিপ বিক্রি করার অনুমতি দেওয়া হতে পারে।
আরও পড়ুন: ওপেন এআই কি স্পেস এক্সকেও ছাড়িয়ে যাবে
একই সময়ে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে চিপ বাজারে টক্কর দিচ্ছে। বিশ্লেষকদের মতে, হুয়াওয়ের নতুন চিপগুলো প্রসেসিং ক্ষমতায় এনভিডিয়ার কাছাকাছি এসেছে, যদিও সফটওয়্যার ইকোসিস্টেম ও মেমোরি ব্যান্ডউইথে এখনও পিছিয়ে।
এছাড়া, এনভিডিয়া খুব শিগগিরই চীনের জন্য আরেকটি বিশেষ সংস্করণ আরটিএক্স৬০০০ডি বাজারে আনছে, যা মূলত এআই ইনফারেন্স কাজের জন্য ব্যবহার হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








