News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৬, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২১:০১, ১৮ জানুয়ারি ২০২০

‘বিডিনগ-৩’ সম্মেলন উপলক্ষে গবেষণাপত্র আহবান

‘বিডিনগ-৩’ সম্মেলন উপলক্ষে গবেষণাপত্র আহবান

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ‘বিডিনগ-৩’ সম্মেলন  উপলক্ষে গবেষণাপত্র আহবান করেছে আয়োজকেরা। আগামী ১৮ মে থেকে শুরু হবে ছয় দিনের ‘বিডিনগ-৩’ সম্মেলন।

আয়োজকেরা জানিয়েছেন, গবেষণাপত্রের ক্ষেত্রে স্থানীয় গবেষক ও স্পিকারদের প্রাধান্য দেওয়া হবে। এবারের সম্মেলনে এক দিন হবে বিডিনগ টেকনিক্যাল কনফারেন্স, এক দিন হবে টিউটোরিয়াল এবং বিভিন্ন বিষয়ের ওপর চার দিনের টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে।

(http://www. bdnog. org/v2 /bdnog-confernece/bdnog3/) লিংক থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

গত বছরের মে ও নভেম্বর মাসে ঢাকায় ও কক্সবাজারে যথাক্রমে বিডিনগ-১ ও বিডিনগ-২ সম্মেলন সম্পন্ন হয়েছে। আগের দুটি সম্মেলনে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য একাডেমিক ও অপারেশনাল গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে। এবারের সম্মেলনও বাংলাদেশ থেকে আরও মানসম্পন্ন গবেষণাপত্র আশা করছেন আয়োজকেরা।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়