News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ আগস্ট ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, আক্রান্ত ২৪৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, আক্রান্ত ২৪৭

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। 

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৭ জন।এদের মধ্যে ৫৯.২% পুরুষ এবং ৪০.৮% নারী।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪৭ জনের মধ্যে অধিকাংশ রোগীই ঢাকার বাইরে থেকে এসেছেন। 
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ১৭৩ জন আক্রান্ত, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এদের মধ্যে দুই শিশু মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং বাকি দুজন ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ২৬ হাজার ৭৮১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৩০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৫৯.২ শতাংশ এবং নারী রোগীর সংখ্যা ৪০.৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আগস্ট মাসে (২৩ তারিখ পর্যন্ত) মৃতের সংখ্যা ৩১ জন। এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জন রোগী মারা গেছেন। মার্চ মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়