News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫১, ১৭ আগস্ট ২০২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৬ জন রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। অন্যদিকে, গত একদিনে বরিশাল বিভাগে সর্বাধিক ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ৬০ জন করে মোট ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৭ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৮ জন, সিলেটে ৬ জন এবং রংপুরে ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবরে 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে সর্বাধিক ৪৮ জন মারা গেছেন।

একই সময়ে বরিশালে ১৮ জন, চট্টগ্রামে ১৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১১ জন, খুলনায় ৫ জন, রাজশাহীতে ৪ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়