News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৯, ৮ অক্টোবর ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসী নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসী নিহত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। মোট ১১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

নিহতদের মধ্যে সাত জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। ৫ নং ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু এবং রকি।

আরও পড়ুন: মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে বোমা হামলা, নিহত অন্তত ৪০

বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই বিষয়টি স্থানীয় বাংলাদেশ দূতাবাসও তদারকি করছে।

একই এলাকার বাসিন্দারা শোক প্রকাশ করেছেন। সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।

দূর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, প্রবাসী পরিবারের সদস্যদের জন্য এই ক্ষতি নেভানোর উপায় খুব সীমিত, কারণ একই এলাকার একসঙ্গে সাত প্রবাসীর মৃত্যু একাধিক পরিবারকে অর্থনৈতিক ও মানসিকভাবে প্রভাবিত করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়